চট্টগ্রাম শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

‘আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার’

‘আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার’

অনলাইন ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৬ | ১০:৫৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোঁয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠান শেষে সমর্থকদের নিয়ে বের হওয়ার সময় দায়িত্বরত এক ম্যাজিস্ট্রেট তাকে থামিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কথা বলতে চান। এ সময় রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘আজকে আমি ভদ্রতা করে বলছি, নেক্সট টাইম ভদ্রতা দেখাবো না। আপনি পারলে থামায় দেন।’

তার পাশে থাকা এক ব্যক্তি ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, ‘আপনাদের এইরকম দেখায়, আপনারা কিছু করতে পারেন না।’ এক পর্যায়ে রুমিন ফারহানাও একই ভঙ্গিতে বলেন, ‘আপনাদের এরকম দেখােই। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। আজকে আঙুল তুলে বললাম, ভবিষ্যতে আমি শুনব না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান গণমাধ্যমকে জানান, নির্বাচন বিধিমালা লঙ্ঘন করে সেখানে সমাবেশ আয়োজন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সমাবেশ বন্ধ করতে গেলে আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ বন্ধ করে চলে যাওয়ার সময় প্রার্থী রুমিন ফারহানা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেছেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট