
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বিশেষ ব্যবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দিন বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। মাথার ভেতরে আটকে থাকা গুলিটি ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হয়নি। গুলিটি বের করতে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ ও মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে নিউরোসার্জারি ও ক্রিটিক্যাল কেয়ারের উন্নত সুবিধার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গত রোববার (১১ জানুয়ারি) রাতে এক দফা অস্ত্রোপচার করা হলেও গুলিটি অপসারণ করা যায়নি। এর আগে ওই দিন সকালে টেকনাফে সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে সে গুরুতর আহত হয়। সন্ধ্যায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্বকোণ/কায়ছার/আরআর