
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ঝুঁকি এড়াতে কঠোর সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো বন্ধ বা সিল করে রাখার ঘোষণা দিয়েছেন ইসি।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির মতে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক কিছু কর্মকাণ্ড নির্বাচনকালীন নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ক্যাম্প ও সীমান্ত খোলা থাকলে অস্ত্র পাচার, অপরাধমূলক তৎপরতা ও বিশৃঙ্খলার আশঙ্কা বাড়ে। রোহিঙ্গাদের একটি অংশ ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানান কমিশনার।
ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবে মিছিল-মিটিংয়ে অংশ নিতে না পারে এবং অপরাধে ব্যবহার না হয়—সেজন্য ক্যাম্প ও সীমান্ত বন্ধ রাখা জরুরি।
নির্বাচনকে ঘিরে অস্ত্রের অবৈধ সঞ্চালন বড় উদ্বেগের কারণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে লুট হওয়া এখনো প্রায় ১৫ শতাংশ অস্ত্র উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধার না হলে সন্ত্রাসী তৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া নির্বাচনকেন্দ্রিক গুজব, অপতথ্য ও সংখ্যালঘুদের উসকানি দেওয়ার চেষ্টা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ইসি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করার প্রত্যাশা কমিশনের।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ