চট্টগ্রাম বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

জুলাই অভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত

জুলাই অভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত

অনলাইন ডেস্ক

৫ জানুয়ারি, ২০২৬ | ১:০৩ অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা শতাধিক ব্যক্তির মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

 

সোমবার (৫ জানুয়ারি) সকালে রায়েরবাজার কবরস্থান এলাকায় সরকারের পক্ষ থেকে আটজনের নাম পরিচয় জানানো হয়। সেখানে লাশ শনাক্তকরণ কার্যক্রম ও তার ফলাফল উপস্থাপন করেন শিক্ষা উপদেষ্টা আদিলুর রহমান খান।

 

তিনি বলেন, মিনেসোটা প্রটোকল মেনে এখানে কবরস্থ হওয়া ১১৪ জনের লাশ উত্তোলন ও ময়নাতদন্ত করা হয়েছে। তার মধ্যে শনাক্ত আট জন জুলাই যোদ্ধার পরিচয় শনাক্ত করা হয়েছে। আরো একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশে কখনো এত সংখ্যক লাশ একসাথে কবর থেকে তোলা হয়নি।

মরদেহের পরিচয় শনাক্ত হলো যাদের—
ঢাকা মাদারটেকের শহীদ কাবিল হোসেন (৫৮), ঢাকার মোহাম্মদপুরের শহীদ সোহেল রানা (৩৮), শেরপুরের শহীদ আসাদুল্লাহ (৩১), ফেনীর শহীদ রফিকুল ইসলাম (২৯), ময়মনসিংহের শহীদ মাহিম (৩২), কুমিল্লার শহীদ ফয়সাল সরকার (২৬), পিরোজপুরের শহীদ রফিকুল ইসলাম (৫২) ও চাঁদপুরের শহীদ পারভেজ বেপারী (২৩)।

 

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট