চট্টগ্রাম সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

প্রার্থিতা বাতিল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত,’ দাবি হামিদুর রহমান আযাদের

কক্সবাজার-২

প্রার্থিতা বাতিল ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত,’ দাবি হামিদুর রহমান আযাদের

কক্সবাজার সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৬ | ৮:৫৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা বাতিলকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অন্যায়’ বলে অভিযোগ করেছেন কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রভাবেই তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় কক্সবাজারের এক স্থানীয় মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ড. আযাদ এসব অভিযোগ করেন।

হামিদুর রহমান আযাদ, প্রার্থিতা বাতিলের ঘোষণায় উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, যা প্রশাসনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরো বলেন, প্রার্থিতা বাতিলের প্রধান কারণ হিসেবে ২০১৩ সালের একটি ‘আদালত অবমাননা’ মামলাকে সামনে আনা হয়েছে। এটি কোনো ফৌজদারি অপরাধ বা নৈতিক স্খলন নয়। ২০১৮ সালের নির্বাচনেও একই ইস্যুতে তাঁর মনোনয়ন বৈধ ছিল এবং ২০১৩ সালে সাজা হওয়ার পরও তিনি প্রায় দেড় বছর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও জানান।

যাচাই-বাছাই প্রক্রিয়ায় চরম পক্ষপাতিত্বের অভিযোগ এনে এই জামায়াত নেতা বলেন, বিরতির সময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আলাদাভাবে ডেকে পিটিশন নেওয়া হয়েছে। তিনি প্রশাসনের বিতর্কিত কর্মকর্তাদের অবিলম্বে অপসারণ দাবি করেছেন এবং প্রার্থিতা ফিরে পেতে প্রয়োজনে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন। এই ঘটনায় মহেশখালী ও কুতুবদিয়া এলাকার ভোটারদের মাঝে ব্যাপক জল্পনা-কল্পনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

ড. আযাদের এই আইনি লড়াই ও অভিযোগগুলো যেন একটি শান্ত পুকুরে ঢিল ছোঁড়ার মতো, যা পুরো নির্বাচনী অঞ্চলের রাজনৈতিক পরিবেশকে উত্তাল করে তুলেছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট