
আলেমদের প্রকৃত মর্যাদা ও জীবনমান উন্নয়নের কোনো পরিকল্পনা না করে একটি দল কেবল ইসলামের দোহাই দিয়ে ‘ধর্ম বিক্রি’ করছে। বিশেষ করে সরলমনা নারীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের সর্বস্তুরের আলেম-ওলামা, ইমাম, মোয়াজ্জিম ও খতিবদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেন, ‘সামান্য দুনিয়াদারির জন্য দ্বীনকে বিক্রি করা একটি বড় জুলুম। তিনি প্রশ্ন তোলেন, বিশেষ কোনো মার্কায় ভোট দিলে যদি জান্নাত পাওয়া যেত, তবে মাদ্রাসায় পড়ার প্রয়োজনীয়তা কী ছিল?’
আলেমদের কল্যাণে বিএনপির অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দ নিশ্চিতে একটি ‘ট্রাস্ট’ গঠন করা হবে।
এছাড়া তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী দেশের ৯২ শতাংশ মুসলমানকে বাকি ৮ শতাংশ ভিন্নধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মতবিনিময় সভার আগে তিনি ছড়ারকূল মাদরাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জুলাইযোদ্ধা আহসান হাবিবের কবর জিয়ারত করেন।
মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পারভেজ