চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী ঐক্য পরিষদ

ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী নতুন চেয়ারম্যান

শিপিং এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৫ | ১০:০২ অপরাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাফ মেরিন সার্ভিসেসের ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী। তিনি ৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্টার মোডাল প্রাইভেট লিমিটেডের আহসান ইকবাল চৌধুরী আট ভোট এবং ভেগা মেরিন প্রাইভেট লিমিটেডের আহসানুল হক চৌধুরী পেয়েছেন আট ভোট।

এছাড়া দুটি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের জন্য লড়েছেন চারজন। এর মধ্যে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেএমসি শিপিং লাইনের আজিম রহিম চৌধুরী এবং ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সেভেন সীস শিপিং লাইনসের মো. আলি আকবর। তাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সিকম শিপিং লাইনসের জহুর আহমেদ ১৫ ভোট এবং বেঙ্গল শিপিং লাইনের মোহাম্মদ আবদুল মালেক পেয়েছেন ১১ ভোট।

অন্যদিকে, দুটি ভাইস চেয়ারম্যান পদের জন্য লড়েছেন তিনজন। এর মধ্যে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মার্স শিপিং এন্ড লজিস্টিকসের ক্যাপ্টেন মো. আলাউদ্দিন আল আজাদ এবং ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এএ শিপিং সার্ভিসেসের মো. মশিউল আলম। তাদের প্রতিদ্বন্দ্বী সিনোবেন শিপিং কোম্পানি লিমিটেডের আক্তার কামাল চৌধুরী পেয়েছেন ১২ ভোট।

গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত মক্কা মদিনা ট্রেড সেন্টারের বিএসএএ’র নিজস্ব কনফারেন্স রুমে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচন কমিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করে। এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৬১ জন। তবে ভোট দিয়েছেন ৮৩ জন। প্রাপ্ত প্রাথমিক ফলাফল অনুযায়ী এবার ঐক্য পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।

নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ১৩ জন জয়ী পরিচালকের মধ্যে রয়েছেন- আর্গো শিপিং সার্ভিসেস লিমিটেডের ক্যাপ্টেন মোহাম্মদ আলী, এশিয়াবাল্ক মেরিটাইম প্রাইভেট লিমিটেডের অঞ্জন মজুমদার, এভার চিয়ার শিপিং লাইন্সের মোহাম্মদ শাফিউল আলম, এইচসি মেরিন লিমিটেডের নূর উন নবী, কনটেইনার ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) লিমিটেডের এসএম আনামুল করিম, গো পোর্ট শিপিং এন্ড ট্রেডিংয়ের মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মাল্টিমুভ শিপিং এন্ড ট্রেডিং লিমিটেডের মোহাম্মদ আবদুল কুদ্দুস, ওশান কিং কনটেইনার লাইন্সের মো. আনোয়ার হোসেন খান (হাসান), এসকে শিপিং বিডি’র এটিএম জাহিরুল ইসলাম, কেএসএম শিপিং এজেন্সিজ (প্রা.) লিমিটেডের কাজী মনসুর উদ্দিন, ইউনাইটেড সি ট্রান্সপোর্ট কোম্পানির শারফরাজ কাদের, আমান শিপিং এজেন্সি’র মো. আনোয়ারুল কবির কামরুল এবং শামসে জোহাক শিপিং লিমিটেডের আকিব হাসনাত।

অন্যদিকে, এসোসিয়েট ক্যাটাগরিতে ছয়জন বিজয়ী হলেন- সমুন্দা শিপিং লাইন্স লিমিটেডের মাসুদ আহমেদ, এডমিরাল শিপিং লাইন্স লিমিটেডের মোহাম্মদ শাহিন, পার্ক শিপিং লাইনের মো. হুমায়ুন কবির পাটোয়ারী, প্রাইমেক্স লজিস্টিকস ইন্টারন্যাশনালের ফরহাদ আলম চৌধুরী, মেরিটাইম সার্ভিসেস লিমিটেডের মুয়াম্মার আহমদ এবং সাউথ ইস্ট মেরিটাইমের মো. মনসুর আলী।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট