চট্টগ্রাম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত : ডা. শফিকুর

অনলাইন ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৫ | ৩:০১ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী সব শ্রেণির মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, যুবকদের জন্য বেকার ভাতা নয়; কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করবে জামায়াত।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারাদেশের সকল সদস্য অংশ নিচ্ছেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। স্বল্প বিরতির পর দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

দলীয় সূত্র জানায়, ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আর শিবিরের রাজনীতিতে থাকতে আগ্রহী নন। সে কারণে চলতি বছরই দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জানতে চাইলে শিবিরের কেন্দ্রীয় সহকারী অফিস সম্পাদক আবু জাফর শাহীন কালবেলাকে বলেন, ‘আশা করছি, আজ বিকেল ৪ টার মধ্যে নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা হবে ইনশাআল্লাহ।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট