চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আমার মন পড়ে আছে হাসপাতালে, মায়ের বিছানার পাশে: তারেক রহমান

অনলাইন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫০ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আজ আপনারা জানেন, এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাবো। যে মানুষটি এ দেশের মাটি, এ দেশের মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন।

তার সঙ্গে হয়েছে আপনারা জানেন। সন্তান হিসেবে আমি চাইব আপনারা আল্লাহর কাছে দোয়া করেন।’

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৩০০ ফিটে গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমার মন পড়ে আছে আমার মায়ের হাসাপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই হাসপাতালের যাওয়ার আগে কৃতজ্ঞতা জানানোর জন্য আপনাদের সামনে দাড়িয়েছি আমি।’

এর আগে তারেক রহমান তার বক্তব্যে বলেন, যেকোনো শ্রেণি, পেশা ও ধর্মের মানুষ যেন নিরাপদে থাকতে পারে সেই বাংলাদেশ গড়তে হবে আমাদের।

তিনি আরও বলেন, গুপ্তচরেরা নানাভাবে সক্রিয় হয়ে আছে। আমাদের ধৈর্যশীল হতে হবে। তরুণ প্রজন্ম আগামী দিনে নেতৃত্ব দিবে, এই দায়িত্বও এখনা তাদের ওপর। আসুন আজকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে দেশেকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।

বিগত ১৫ বছর স্বৈরচারের শাসনামলে প্রতিবাদ করতে গিয়ে শত শত মানুষ গুম খুনের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবন দিয়েছে।

কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছে বলেন তারেক রহমান। তিনি বলেন, ‘ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট