চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

অনলাইন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ | ১২:৫৫ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এই যাত্রাকে কেন্দ্র করে রাজধানীতে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।

 

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল রঙের একটি বাসে করে তারেক রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র সংবর্ধনা মঞ্চে। বাসটির সঙ্গে নিরাপত্তা বহর রয়েছে।

 

বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের দু’পাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।

 

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তারেক রহমানের যাত্রা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট