চট্টগ্রাম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ঢাকায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ঢাকায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত

অনলাইন ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৫ | ৮:২৩ অপরাহ্ণ

রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। 

‎বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। 

‎বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন। ‎তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। গুলি নাকি ককটেল, তা এখনো বলা যাচ্ছে না। নিহতের বাড়ি খুলনা। তিনি পাশেই একটা অফিসে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। হঠাৎ করে বিকট শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দেখা যায় তার মাথার খুলি উড়ে গেছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট