চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাংলাদেশ হাই কমিশনারকে পাল্টা তলব ভারতের

বাংলাদেশ হাই কমিশনারকে পাল্টা তলব ভারতের

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ণ

দিনভর বিভিন্ন মিশনের সামনে বিক্ষোভ আর প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে পাল্টা তলব করেছে ভারত।

মঙ্গলবার বিকালে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে তলবের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তলবের পর হাই কমিশনারের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ও মিয়ানমার বিভাগের প্রধান বি শ্যাম।

ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে দিনভর বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে বার্তা সংস্থা এনআইকে উদ্ধৃত করে রিয়াজ হামিদুল্লাহকে তলব করার খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

এর আগে সকালে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে তলব করে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে শনিবারের বিক্ষোভ এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টার ভাংচুরের ঘটনায় ঢাকার উদ্বেগের কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এ নিয়ে ১০ দিনের মধ্যে দুইবার করে তলব ও পাল্টা তলবের ঘটনা ঘটল।এর আগে ১৪ ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ১৭ ডিসেম্বর বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লিতে পাল্টা তলব করা হয়েছিল।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট