চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফাইল ছবি

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে মিলবে পুরস্কার

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৫ | ৬:৩৩ অপরাহ্ণ

যত্রতত্র বর্জ্য পোড়ানো বন্ধে নাগরিকদের সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বর্জ্য পোড়ানোর ছবি ও তথ্য পাঠালে প্রতি মাসে সেরা ১০টি ছবিকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য যেসব এলাকায় নিয়মিত বর্জ্য পোড়ানো হয়, সেসব স্থানের সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বায়ুদূষণরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে। এ ধরনের কোনো ঘটনা চোখে পড়লে ছবি পাঠাতে বলা হয়েছে [email protected]
ঠিকানায়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট