চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলার ততই উন্নতি হবে: সিইসি

ভোট যত ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলার ততই উন্নতি হবে: সিইসি

অনলাইন ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৫ | ২:৫৮ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় তত কেটে যাবে।

 

সিইসির দাবি, দেশে ভোটের পরিবেশ আছে। ইসি হাল ছেড়ে দেয়নি। ভোট উৎসব হবে। ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ডাক বিভাগের অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

 

শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা ভয় পাচ্ছেন— এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘অসুবিধা নেই। ভয় কেটে যাবে। চিন্তা করবেন না, ভয় কেটে যাবে। যতই ভোটের দিন ঘনিয়ে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে।’

 

সিইসি আরও বলেন, ‘অসুবিধা হবে না। দেখবেন আমরা তো কনফিডেন্ট আছি। আমরা তো হাল ছাড়িনি। আমরা এগিয়ে যাব।’

 

ভোটের পরিবেশ আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায়। সবাই দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে ভয় তত কেটে যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

 

নাসির উদ্দিন বলেন, আমাদের পোস্টাল ব্যালট মডেল বিশ্বে মডেল হয়ে থাকবে। কিছু ভুল-ত্রুটি থাকবে। প্রথমবার পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। আগামী দিনে আরও বাড়বে। এতে আমরা আরও সন্তুষ্ট হব।’

 

পোস্টাল ব্যালটের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, পোস্টাল ব্যালটে আমাদের বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আমরা বিশেষজ্ঞদের মতামত নিয়েছি। যখন যা চ্যালেঞ্জ এসেছে আমরা তা মোকাবিলা করেছি। ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এ অনুষ্ঠানও ভোট উৎসবের অংশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট