
সিসিটিভি ফুটেজ দেখে ছায়ানটে হামলা করা ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে হামলা ও ভাঙচুর হওয়া ছায়ানট ভবন পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
এ সময় ফারুকী বলেন, আমরা যে মুহূর্তে একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি ঠিক সেই মুহূর্তে এরকম একটা সাংস্কৃতিক সংগঠনে আক্রমণ করাটা কতবড় নিন্দনীয় কাজ হতে পারে তা বলার ভাষা নেই। যারা এই হামলা করেছে তাদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ছায়ানটে হামলার মধ্য দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ছায়ানট সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারা নিজেদের তহবিল থেকে পরিচালিত হয়। তারা সরকারের কাছ থেকে কোনো তহবিল নেয় না।
তিনি আরও বলেন, আমরা বলেছি ছায়ানটের যা কিছু ক্ষতিসাধন হয়েছে তারা যদি আমাদের জানায়, আমরা আমাদের তরফ থেকে তাদের সহায়তা করবো। এছাড়া তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের কেবিনেট মিটিং ছিল, সেখানে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যেন আমাদের মূল ফোকাসের জায়গা থেকে সরে না যাই। আমাদের মূল ফোকাসের জায়গা ছিল, আমরা একটি গণতান্ত্রিক সমাজে যেতে চাই। গণতান্ত্রিক সমাজ বলতে, যেখানে নানান রকম সমাজের মানুষ থাকবে, নানান রুচির মানুষ থাকবে। সব মানুষই আমরা একটা জায়গায় সহাবস্থান করব।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা যদি সত্যিকার অর্থে একটা গণতন্ত্র চাই, তাহলে সব সমাজ, সব দলমতের, সব রুচির মানুষের সহাবস্থান করতে দিতে হবে। হয়ত আমার সঙ্গে আপনার অনেক কিছু মিলবে না কিন্তু আমি আপনি পাশাপাশি বসে যেন এক টেবিলে খেতে পারি- এ জায়গাটা আমি চাই।