চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক

অনলাইন ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৫ | ১:৫৩ অপরাহ্ণ

ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং তরুণ ছাত্রনেতা শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক শোক বার্তায় দূতাবাস জানায়, তারা বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে একাত্ম হয়ে এই মেধাবী তরুণ নেতার প্রয়াণে শোকাহত।

 

মার্কিন দূতাবাস হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সম্মুখভাগের যোদ্ধার মৃত্যুতে আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে।

 

শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ঠিক পরের দিন এই বর্বরোচিত হামলার শিকার হন তিনি। হাদি আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

 

হামলার পর তাকে প্রথমে দেশের হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ সিঙ্গাপুর থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তার আগমনের অপেক্ষায় বিমানবন্দর এলাকায় এবং শাহবাগে তার অনুসারীরা সমবেত হচ্ছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট