চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাদির খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে: সারজিস

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫ | ১১:৩৩ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই বিপ্লবী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে সারজি আলম লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। Now or Never. We are in a war !’
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদি আজ বৃহস্পতিবার রাতে মারা গেছেন। 
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ওমর বিন হাদি ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট