
অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ফেসবুক ভেরিফায়েড পেইজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পূর্বকোণ/আরআর