
প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ হয়েছে। নতুন এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার।
বৃহস্পতিবার তার নিয়োগ অনুমোদন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নুজহাত আনোয়ারের আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। আইএফসিতে দায়িত্ব পালনকালে নুজহাত আনোয়ার লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করে সিনিয়র কান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করেন। করোনা মহামারি এবং পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি আইএফসির অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পূর্বকোণ/এএইচ