চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ভারতের প্রতিটি ট্রাকের গতিবিধি সার্বক্ষণিক ‘মনিটর’ করবে এনবিআর

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৩ অপরাহ্ণ

বেনাপোল স্থলবন্দর দিয়ে চলাচল করা ভারতের সকল পণ্যবাহী ট্রাকের গতিবিধি এখন থেকে সার্বক্ষণিক নজরদারিতে রাখবে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।সেজন্য আমদানি-রপ্তানির তথ্য ও শুল্কের হিসাব রাখার সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ সিস্টেমে ‘ট্রাক মুভমেন্ট’ নামে একটি সাব-মডিউল চালু করা হয়েছে।

 

আগে এ ধরনের কার্যক্রম এনবিআরের কাস্টম হাউস ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে করলেও এখন প্রাথমিকভাবে বেনাপোল কাস্টম হাউসে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হল।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলছে, ভারত থেকে আসা আমদানি পণ্যবাহী ট্রাকের প্রবেশ এবং খালি ট্রাকের ফেরত যাওয়া সংক্রান্ত তথ্য ইলেকট্রনিকভাবে সংরক্ষণের উদ্দেশ্যে এ সাব-মডিউল তৈরি করা হয়েছে।

 

“ফলে প্রতিটি ভারতীয় ট্রাকের আগমন ও বহির্গমনের প্রকৃত তথ্য সংরক্ষিত হবে ও প্রতিটি ট্রাক কার্যকরভাবে মনিটরিং করা সম্ভব হবে।”এনবিআর বলছে, “এর মাধ্যমে ভারতের সকল ট্রাকের অবস্থানকাল নির্ণয় করা যাবে; তথ্য ব্যবস্থাপনা ও রাজস্বহানি রোধে সহায়ক হবে; স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে; সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রিয়েল-টাইম রিপোর্ট প্রণয়ন করা যাবে।”

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট