চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সফলতার গল্প ২৫’র সম্মাননা পেলেন চট্টগ্রামের ব্যবসায়ী আক্কাস

বিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর, ২০২৫ | ১:৪৬ অপরাহ্ণ

সফলতার গল্প ২৫’র সম্মাননা পেলেন রেস্টুরেন্ট এন্ড ট্যুরিজম ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্কাস উদ্দিন । আক্কাস উদ্দিনসহ ৩০ জন গুণী ব্যক্তিদের সম্মান জানাতে ১৬ ডিসেম্বর ২০২৫ রাতে অনুষ্ঠিত হয়েছে অনুপ্রেরণামূলক রিয়েলিটি প্রোগ্রাম ‘সফলতার গল্প ২০২৫’।

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিলাসবহুল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করছে পিবিআইএফ PBIF চট্টগ্রামের রেস্টুরেন্ট এন্ড ট্যুরিজম ব্যবসায়ী মো. আক্কাস উদ্দিন আউটস্ট্যান্ডিং লিডারশিপ ইন হসপিটালিটি এন্ড ট্যুরিজমট্যুরিজম”র উপর পিবিআইএফ এ গুণীজন সম্মাননা পান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নাজরুল ইসলাম তালুকদারএছাড়া উপস্থিত ছিলেনমৌলভীবাজার জেলাদায়রা জর্জ রবিউল আউয়াল. প্রথমা বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ দেশের বিভিন্ন সেক্টরের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ

 

এবারের আসরে ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবন, শিক্ষা, সংস্কৃতি এবং সৃজনশীল কনটেন্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৩০ জন গুণীজনকেMedal of Success 2025’ প্রদান করা হয়সমাজে ইতিবাচক ভূমিকাঅনুপ্রেরণাদায়ী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সাফল্যের গল্প গড়ে তোলা এসব ব্যক্তির হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়

 

আয়োজকরা জানান, ‘সফলতার গল্পশুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি এমন একটি মঞ্চ, যেখানে মানুষের গল্প মানুষকে শক্তি, সাহসআত্মবিশ্বাস জোগাবেপ্রত্যেক সাফল্যের পেছনে রয়েছে অধ্যবসায়, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমএই বার্তাই ছড়িয়ে দিতে চায় আয়োজনটি

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট