চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

৩২ ঘণ্টায়ও সন্ধান মেলেনি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের

৩২ ঘণ্টা পর গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ উদ্ধার

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৫ | ৯:১৮ অপরাহ্ণ

রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে ৩২ ঘণ্টা ধরে অভিযান চালানোর পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখন তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। 

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত  নয়টার পরও  শিশুটিকে উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এছাড়া তিনটি এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হয়। 

রাতে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ৪০ ফুটের বেশি মাটি খনন করে ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট