চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বেগম জিয়াকে সিসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসা

বেগম জিয়াকে সিসিইউতে রেখে সর্বোচ্চ চিকিৎসা

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছেসিসিইউতে সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন, সেই চিকিৎসার মধ্যেই তিনি আছেনচিকিৎসায় তিনি সাড়াও দিচ্ছেন।

 

গতকাল বুধবার রাতে হাসপাতাল গেটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, তাঁকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, সত্যিকার অর্থে তিনি রেসপন্স করছেন। এ নিয়ে গুজবে কান না দিতে সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

 

জাহিদ হোসেন বলেন, একদিকে অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি, অন্যদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা ওই সময় এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করার উপযুক্ত না থাকায় গত শুক্রবার তাঁকে বিদেশে নেওয়া যায়নি। যাতে তাঁর স্বাস্থ্যের উন্নতি হয়, সেজন্য মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা এগিয়ে যাচ্ছি, যাতে সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। এখানে রেখেও সব পর্যায়ের চিকিৎসকের পরামর্শে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।

 

তিনি আরও বলেন, আমরা খুবই আশাবাদী, তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা যাবে। পরবর্তী সময়ে হয়তো যে কোনো সময় প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বক্ষণিক তত্ত্বাবধানে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সব সদস্য তাঁর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সব সময়ই অত্যন্ত সজাগ রয়েছেন। এই মেডিকেল বোর্ডে বাংলাদেশের বাইরেও বিদেশে চিকিৎসকরা সংযুক্ত, সেজন্য আমাদের মেডিকেল বোর্ডের বৈঠক রাতে করতে হয়। সবকিছু মিলে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ড. জোবাইদা রহমান সার্বক্ষণিকভাবে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে তদারকি করছেন।

 

গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। তাঁর ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে চিকিৎসকরা তাঁকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারিক করছেন। এই মেডিকেল বোর্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও সদস্য। ৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট