চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলনে বিএনপি: উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ

জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন আলোচনার মধ্যে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের সারিতে ছিলেন।

এক মাস আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করা উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা ৩টায় সচিবালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করবেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের এক ‘জরুরি’ বার্তায় বলা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের এ বার্তায় বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিষয় নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন।

তফশিল ঘোষণার সময় ঘনিয়ে আসার মধ্যে উপদেষ্টার ডাকা এই প্রেস ব্রিফিংয়ে সংবাদমাধ্যম কর্মীদের ‘বিশেষভাবে’ আমন্ত্রণ জানানো হয়েছে।

গত বছরের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে আসেন অভ্যুত্থানের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

পরে নাহিদ ইসলাম পদ ছেড়ে ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন।

এনসিপি বুধবার সকালে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে।

গত ৯ নভেম্বর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, ঢাকার কোনো একটি আসন থেকে ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান তিনি।

সেদিন তিনি ভোটার এলাকা স্থানান্তরের আবেদন সারতে ঢাকার ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) ভোটার ছিলেন।

ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন কিনা, এমন প্রশ্নে তিনি বলেছিলেন, কোন আসন থেকে নির্বাচন করবেন, তা চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, আমার সরকার থেকে পদত্যাগ করার পর থাকার পরিকল্পনা আছে এই ধানমন্ডি এলাকায়। যেখানে থাকব সেখানেই ভোটার হওয়া। নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না; আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। সে জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া, যাতে আমার ভোটটা অপচয় না হয়।

আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে নিশ্চিতভাবে অংশ নেব। কবে নাগাদ পদত্যাগ করব, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপরও অনেক কিছুটা নির্ভর করছে, আলোচনা করে সে বিষয়েও দ্রুতই আপনাদের জানাব।

তফশিলের প্রস্তুতি জানাতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এরপর তফশিল ঘোষণা করার কথা রয়েছে কমিশনের।

উপদেষ্টা পদে থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না বলে ইতোমধ্যে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট