চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির: তারেক রহমান

দেশকে এগিয়ে নেওয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির: তারেক রহমান

অনলাইন ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ | ১২:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে, আর কোনো দলের নয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের ট্র্যাক রেকর্ড আমরা অতীতে দেখেছি। তাদের কাছে কোনো প্ল্যান নেই। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, জনগণের পেটের খাবার কর্মসংস্থান, জনগণের অর্থের সংস্থান হয় না। এসব কিছুর জন্য পরিকল্পনা লাগে। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে, কীভাবে আমরা দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করব।’

‘পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দেশকে এগিয়ে নেওয়ার “ডিটেইল প্ল্যানিং” শুধু বিএনপির আছে, আর কোনো দলের নয়,’ যোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় (যেমন: তালপট্টির অধিকার প্রতিষ্ঠা ও পানির ন্যায্য হিস্যা আদায়) বিএনপির সুস্পষ্ট ও সফল ট্র্যাক রেকর্ড রয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজি রেখে ভারতকে তাড়িয়ে বাংলাদেশেরই অংশ তালপট্টি দ্বীপ নিয়ন্ত্রণ নিয়েছিলেন। পানির ন্যায্য হিসাব পাওয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে গিয়েছে একমাত্র বিএনপি। তারও আগে ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান শাসনভার গ্রহণ না করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিলুপ্ত হয়ে যেত।’

দেশের নারী সমাজকে স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মূল জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে কেন ঘরের মধ্যে রেখে দেব? বিএনপি ক্ষমতায় এলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য “ফ্যামিলি কার্ড” দেওয়ার উদ্যোগ নেয়া হবে। তাদেরকে স্বাবলম্বী করতে এই উদ্যোগ। যে পারিবারে যাদের প্রধান নারী আছেন, তাদের ফ্যামিলি কার্ড দেয়ার উদ্যোগ নেওয়া হবে। যারা সমাজে পিছিয়ে দুস্থ কিংবা পিছিয়ে পড়া নারী রয়েছে তারা আগে এই কার্ড পাবেন। তবে প্রায়োরিটি অনুযায়ী সমাজে পিছিয়ে পড়া সমাজের নারীরাই আগে এই কার্ড পাবেন। এর মাধ্যমে স্বাবলম্বী মা হিসেবে নারীরা নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, ‘যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এ ব্যাপারে কঠোর হতে হবে। অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, সে অন্যায়কারী। অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি দলীয়ভাবে নয়, আইন দিয়ে বিচার করেছে। আগামীতেও সেটাই করবে।’

 

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট