
দুদিনে অভিযান চালিয়ে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ৭৩টি ট্রেনে ২ হাজার ৯৩ জন ও পশ্চিমাঞ্চলের ৮৩টি ট্রেনে ৩ হাজার ২৬১ টিকিটবিহীন যাত্রীকে শনাক্ত করা হয়েছে । মোট ৫ হাজার ৩৫৪ জন যাত্রী শনাক্ত করা হয় দুই দিনে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ৬০ হাজার ৫৫০ টাকা।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে প্রকাশ করা এক পোস্টে এসব তথ্য জানানো হয়।
ফেসবুকে, গতকাল ৭ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৩ জনকে।
এর আগের দিন পশ্চিমাঞ্চলের হিসেবে বলা হয়, ৬ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত অভিযানে মোট ৯৯ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৩ হাজার ২৬১ জন।
পূর্বকোণ/আরআর/পারভেজ