চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ব্যাকওয়ার্ড লিংকেজ না হলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

৭ ডিসেম্বর, ২০২৫ | ৪:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা অপরিসীম হলেও ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে আসবে না- বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, বিদেশিরা বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব হিসাবে মনে করে। কিন্তু তারা যেটা চ্যালেঞ্জ হিসেবে মনে করে, সেটি হচ্ছে- ব্যাকওয়ার্ড লিংকেজ। এখানে ব্যাকওয়ার্ড লিংকেজ সেভাবে গড়ে উঠছে না। মোবাইল ও লেদারসহ প্রায় সব ক্ষেত্রে ব্যাকওয়ার্ড লিংকেজ তৈরি করতে হবে।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ৮ দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৫ বিজয়ী ৬ জন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট-আপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত শতভাগ দেশীয় পণ্যের এ মেলা ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের মেলার স্লোগান হচ্ছে- ‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান বলেন, ভৌগলিক কারণে এশিয়াতে যাবতীয় অর্থনৈতিক প্রসার ঘটবে। আমাদের প্রতিবেশী দেশগুলোতে ও আমাদের দেশে ব্যবসার প্রসার ঘটবে। আগামী ২০৩০ সালে বাংলাদেশ পৃথিবীর অষ্টম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে। সে সময়ে বাংলাদেশের স্থানীয় বাজার যুক্তরাজ্যের বাজারকেও ছাড়িয়ে যাবে।

তিনি বলেন, তবে ব্যবসা শুরু করাটা বাংলাদেশে অনেক কঠিন। নিবন্ধন নিতে অনেক ঝক্কি পোহাতে হয়। এসএমই উদ্যোক্তাদের ঋণ পেতে ভোগান্তি হয়। এখানে আমরা প্রযুক্তিগত সহায়তা দেওয়ার চেষ্টা করছি।একটি অ্যাপের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজ করা যাবে, আমরা সেই কাজ এগিয়ে নিচ্ছি। দুর্নীতিটা একদম বন্ধ করে দিতে হবে। ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে এসে দুর্নীতির শিকার হবে- এটি ঠিক নয়। আমরা চাই- ব্যবসার মাধ্যমে উদ্যোক্তারা যতদূর সম্ভব আরও এগিয়ে যাবেন।

আয়োজকরা জানান, প্রায় সাড়ে তিনশ’ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নিয়েছে। এদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী-উদ্যোক্তা। মেলায় উদ্যোক্তাদের পাশাপাশি উদ্যোক্তাদের সেবা প্রদানকারী শিল্প মন্ত্রণালয়ের ৮টি দপ্তর সংস্থাসহ সরকারের প্রায় ১৫টি সংস্থা, প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট