চট্টগ্রাম রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি

অনলাইন ডেস্ক

৭ ডিসেম্বর, ২০২৫ | ৪:০৫ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.)আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি এ কথা বলেন।

সানাউল্লাহ বলেন, খুব শিগগির এই সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে। ভোটের আগের রাতেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে।

 

তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সাড়ে ৭টায়। চলবে সাড়ে ৪টা পর্যন্ত। আগের চেয়ে এক ঘণ্টা বাড়বে। গণভোটের প্রশ্ন বড় করে কেন্দ্রের ভেতর লাগিয়ে দেওয়া হবে। 

 

এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার তিন দিন পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশের ভেতরের ভোটারদের নিবন্ধন চলবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট