
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নিয়ে তা ঘোষণা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নিবন্ধন সনদ গ্রহণ শেষে সাংবাদিকদের এমন আহ্বানের কথা জানান দলটির নেতারা।
এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। পরে নির্বাচন কমিশন সচিবের কাছ থেকে সনদ নেন।
জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তাঁকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। আজ ৩ ডিসেম্বর পর্যন্ত তিনি ১০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধন সনদ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি- বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই ইসি যাতে তফসিলের ঘোষণাটি দেযন।”
নাহিদ ইসলাম বলেন, “তফসিলের বিষয়ে ইসি আমাদেরকে সুস্পষ্টভাবে জানায়নি। ইসি মিডিয়াতে বলেছে-হয়তো আগামী দুয়েক সপ্তাহের মধ্যে দিবে। আমরা বলেছি- বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয়।”
তিনি জানান, তফসিল এমন সময়ে দেওয়া হোক যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “তফসিল নিয়েও কথা হয়েছে। একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন যেন তফসিল দেওয়া্ হলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। একবার তফসিল দিলেন… গণতন্ত্রের আপোসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। এখানে দেশের যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সঙ্কটময় পরিস্থিতি রয়েছে। সঙ্কটগুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য বলেছি আমরা।
তফসিল কি পেছাতে চাইছেন? এমন প্রশ্নের জবাবে মূখ্য সমন্বয়ক বলেন, আমরা কেন তফসিল পেছাতে চাইবো? আমরা চাই সঙ্কট সমাধান করে তফসিল দেওয়ার জন্য।
এ সময় নাহিদ বলেন, (তফসিলের) সময়টায় যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দল যাতে নির্বাচনের যাত্রা শুরু করার পরিবেশে থাকে, রাজনৈতিক পরিবেশে থাকে। সে সমঢটায় তফসিল দেওয়া হয় সব দলের জন্য উপকার হয়। যে সময় তফসিল দেওয়া হয় সে সময়ের রাজনৈতিক পরিস্থিতিটা যেন বিবেচনায় রাখে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন।
পূর্বকোণ/পারভেজ