চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

৫২৭ থানার ওসি নির্বাচিত হল লটারিতে

৫২৭ থানার ওসি নির্বাচিত হল লটারিতে

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২৫ | ৫:৪৬ অপরাহ্ণ

পুলিশ সুপারের (এসপি) পর এবার দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) নির্বাচিত করা হল লটারির মাধ্যমে। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। তবে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি।

ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের চার থানায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ জন, এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ জন ওসিকে পদায়ন করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট