চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

৭ ডিসেম্বরের পর যেকোনো দিন তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক

২ ডিসেম্বর, ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ

নির্বাচন কমিশন (ইসি) রবিবার (৭ ডিসেম্বর) সভায় বসছে কমিশন। সভা শেষে যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দেশে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলো ও সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে, আর এ লক্ষ্যে ইসি ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

তফসিল ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ বিভিন্ন ধাপ সম্পন্ন করতে পারবেন। একইসঙ্গে তফসিলেই নির্ধারিত হবে ভোটের সুনির্দিষ্ট তারিখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট