চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সাবেক এমপি শেখ সালাহউদ্দিনসহ স্বার্থসংশ্লিষ্টদের ১২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ফাইল ছবি

সাবেক এমপি শেখ সালাহউদ্দিনসহ স্বার্থসংশ্লিষ্টদের ১২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫ | ৬:৫১ অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর স্ত্রী, তিন ভাইসহ স্বার্থসংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ রোববার এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, ১২১টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা আছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, দুদকের পক্ষে মো. ফেরদৌস রহমান অবরুদ্ধের আবেদন করেন। দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম আবেদনের পক্ষে শুনানি করেন। এরপর আদালত আবেদন মঞ্জুর করেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট