
হাজিরা দিতে খুলনার আদালত চত্বরে আসা দুই ব্যাক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা জেলা জজ আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, খুলনা জেলা জজ আদালতে থেকে হাজিরা দিয়ে দুইজন মোটরসাইকেল নিয়ে বের হবার সময় দায়রা জজ আদালতের সামনে তাদের গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা।
গুলিবিদ্ধ একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর অন্যজনেরও মৃত্যু হয়।
ঘটনাস্থল নিহত ও হামলাকারীদের মোটরসাইকেল পাশাপাশি থাকতে দেখা যায়।
পূর্বকোণ/পিআর