চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ধানক্ষেতে ছোবল, পানির জারে ‘রাসেলস ভাইপার’ নিয়ে হাসপাতালে কৃষক

ধানক্ষেতে ছোবল, পানির জারে ‘রাসেলস ভাইপার’ নিয়ে হাসপাতালে কৃষক

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৫ | ৭:২৭ অপরাহ্ণ

রাজবাড়ীর পাংশায় এক কৃষককে ছোবল দিয়েছে রাসেলস ভাইপার। পরে ওই বিষধর সাপটি জীবিত ধরে নিয়ে হাসপাতালে আসেন কৃষক।

 

শুক্রবার সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর গ্রামের পদ্মার চরে এ ঘটনা ঘটে বলে পাংশা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সের চিকিৎসক কুতুব আহম্মেদ।

 

আহত কৃষক মো. হেলাল বিশ্বাস শাহামিরপুর গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

 

হেলাল বিশ্বাস বলেন, “সকালে পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ ডান পায়ে কিছু একটা কামড় দেয়। তখনি পায়ের নিচে সাপটি দেখতে পাই। পরে আশপাশের কৃষকেরা এগিয়ে আসলে সবাই মিলে সাপটি ধরি।

 

“এরপর একটি কৌটার মধ্যে সাপটি ভরে হাসপাতালে চলে আসি। এখানে আসার পর ডাক্তারা বললেন রাসেলস ভাইপার সাপ।”

 

চিকিৎসক কুতুব আহম্মেদ ব
লেন, “সাপ নিয়ে হাসপাতালে আসার পর দ্রুত তার চিকিৎসা শুরু করা হয়েছে এবং তা চলমান রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।”
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট