
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে গহীন পাহাড় থেকে এক অপহৃতকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর।
রবিবার (২৩ নভেম্বর) টেকনাফের হ্নীলা ইউপির ২৪ নং লেদা রোহিঙ্গা ক্যাম্প এবং নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার গহীন পাহাড়ে এই অভিযানে অপহরণের শিকার নুরুল ইসলাম (৫০)কে উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাজমুন নূর জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টায় টেকনাফ থানা পুলিশ, র্যাব ও বিজিবি একটি শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান পরিচালনা করে। ড্রোন ক্যামেরা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানের সদস্যরা অপহরণকারীদের বিভিন্ন আস্তানা ধ্বংস করে দেয়। সংঘবদ্ধ অপহরণকারী চক্র দীর্ঘদিন যাবৎ টেকনাফ থানা এলাকায় মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ