
শিশু ও মাতৃস্বাস্থ্যের নানা সূচকে বাংলাদেশ অগ্রগতি অর্জন করলেও এখনও উল্লেখযোগ্য ঘাটতি রয়ে গেছে। একই সঙ্গে দেশের অর্ধেকের বেশি মানুষ নিরাপদ পানির নিশ্চয়তা থেকে বঞ্চিত, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইউনিসেফের বাংলাদেশ কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তারা এসব তথ্য তুলে ধরেন। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সবচেয়ে বিস্তৃত নারী-শিশু জরিপের প্রাথমিক ফল প্রকাশ হয় গত ১৬ নভেম্বর। ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০২৫ (এমআইসিএস)’ শীর্ষক এ জরিপের নানা দিক নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনিসেফ বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।
তিনি জানান, শিশুস্বাস্থ্যে অগ্রগতি হলেও মাতৃসেবা, পুষ্টি, নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। তাঁর ভাষায়, বাল্যবিয়ে কমা ও শিশুমৃত্যুর হার হ্রাস– এ দুটি বিষয়ই প্রমাণ করে, অগ্রগতি সম্ভব। কিন্তু সিসাদূষণ ও শিশুশ্রম লাখ লাখ শিশুকে তাদের সম্ভাবনা থেকে বঞ্চিত করছে। পাশাপাশি বেড়ে চলা সিজারিয়ান অস্ত্রোপচারের হার নারীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে এখনই মাতৃস্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন খাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ইউনিসেফ কর্মকর্তারা জানান, দেশে স্যানিটেশনের আওতা বেড়ে ৭৩ শতাংশে পৌঁছালেও নিরাপদভাবে পরিচালিত পানীয় জলের প্রাপ্তির হার কমে ৩৯ দশমিক ৩ শতাংশ হয়েছে। ফলে ১০ কোটির বেশি মানুষ নিরাপদ পানির সুবিধা পাচ্ছেন না।
জরিপে দেখা গেছে, পানির উৎসের প্রায় অর্ধেক দূষিত। গৃহস্থালিতে ব্যবহৃত পানির ৮০ শতাংশের বেশি নমুনায় ই. কোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। গত বছর জলবায়ু-সম্পর্কিত বিপর্যয়ে ১০ দশমিক ২ শতাংশ পানির উৎস ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব তথ্য জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা স্পষ্ট করে।
অনুষ্ঠানে পরিবেশদূষণমুক্ত ভবিষ্যৎ কর্মসূচির পরিচালক আবদুল্লাহ ফাদিল, শিশু-সুরক্ষা বিভাগের প্রধান নাতালি ম্যাককাউলি, স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান চন্দ্রশেগারার সোলোমন এবং পানি-পয়ঃনিষ্কাশন বিভাগের প্রধান পিটার জর্জ এল. মাস উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার ভিত্তি হলো নিরাপদ পানি, পুষ্টিকর খাদ্য, সহিংসতা থেকে সুরক্ষা ও মানসম্মত স্বাস্থ্যসেবা।
পূর্বকোণ/পারভেজ