চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
ফাইল ছবি

ভূমিকম্প: বাড়ির সানশেড ভেঙে পড়ে প্রাণ গেল শিশুর, বাবা গুরুতর আহত

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৫ | ২:৪০ অপরাহ্ণ

নরসিংদীর সদর উপজেলার গাবতলি এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে স্বজনরা বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঢামেকে ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেন তিন সন্তানকে নিয়ে দ্রুত বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এসময় বাড়ির সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এতে ওমর ও তার বাবা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন। পরে বাবা ও ছেলেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। দুটি মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর পাড়া গ্রামে। বর্তমানে পরিবারটি নরসিংদীর গাবতলি এলাকায় বসবাস করছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভূমিকম্পের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট