চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ভূমিকম্পে ৫ তলা ভবনের রেলিং পড়ে ৩ পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এ ঘটনায় রাজধানীর বংশাল এলাকার কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে ৩ জন পথচারীর মৃত্যু হয়েছে।

‎‎বংশাল থানার ডিউটি অফিসার এসআই আশিস জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ে ৩ পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নাম পরিচয় এখনও আমরা জানতে পারিনি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

ভূমিকম্পের তীব্রতায় রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই পোষা প্রাণী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট