
আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামীসহ আট দল। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বুধবার রাতে মি. আযাদ বিবিসিকে বলেন, “আমরা (আট দল) এতদিন একসাথে আন্দোলন করেছি, আমরা এখন নিজেরা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবো”।
নির্বাচন আসন বন্টন কীভাবে হবে জানতে চাইলে তিনি বলেন, “বৈঠক হয়েছে, সেখানে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কে কোন আসন থেকে নির্বাচন করবে ও কারা কতগুলো আসনে করবে এ নিয়ে আলোচনা হয়নি”।
এর আগে বুধবার এক সংবাদ সম্মেলন থেকে আট দলের নতুন কর্মসূচি ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন মি. আযাদ। আট দলের বাইরে আরো দল আসবে কি না সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা আট দল।
নির্বাচনের আগে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ অন্যান্য দাবিতে যৌথ উদ্যোগে তারা আগামী ৩০শে নভেম্বর থেকে ছয়ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বাদে অন্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজন করার কথা জানিয়েছে।
গত ১৮ই সেপ্টেম্বর থেকে পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে আট দল।
এর আগে ঢাকায় যৌথ সমাবেশসহ ছয় দফায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে তারা। এবার সপ্তম দফার কর্মসূচি ঘোষণা করল দলগুলো।
পূর্বকোণ/আরআর/পারভেজ