চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করলো সরকার

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৫৩ জনের ‘জুলাই যোদ্ধা গেজেট’ বাতিল করে গেজেট প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

“জুলাই যোদ্ধা বা শহীদ তালিকায়” প্রকাশের পর থেকেই অনেক নাম নিয়ে শুরু থেকেই বিতর্ক চলে আসছে।

অভিযোগ আছে, ‘জুলাই অভ্যুত্থানে’ অংশ না নেওয়া অনেকের নামও রাখা হয়েছে এই তালিকায়, যারা সরকারি নানা সুযোগ-সুবিধাও পাচ্ছেন।

এসব সুবিধার মধ্যে রয়েছে, যারা নিহত হয়েছেন, তাদের পরিবার এককালীন ৩০ লাখ টাকা ও মাসে ২০ হাজার করে টাকা ভাতা পাবেন। এসব পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেওয়ার প্রকল্প নিয়েছে সরকার।

অন্যদিকে আহত তালিকায় থাকা ব্যক্তিরা ক্যাটাগরি অনুযায়ী ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাতা পাবেন। এছাড়া অঙ্গহানি হলে সেজন্য এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থ সহায়তা পাবেন।

এছাড়া চিকিৎসা সহায়তা, সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার, পুনর্বাসন সুবিধা পাবেন।

নানা আলোচনা-সমালোচনা থাকায় জুলাই যোদ্ধা ও শহীদদের তালিকা পুনরায় যাচাই করতে জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছিলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

সরকার নিজেই এই তালিকা করলেও সেখানে জুলাই আন্দোলনে অংশ না নিয়েও যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলো সরকার।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট