জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
এই রায়কে প্রত্যাখ্যান করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক দলের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেছেন , ‘আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না’ ।
নানক অভিযোগ করেন, অবৈধ আদালত দ্রুততম সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করেছে এবং এতে রাজনৈতিক প্রতিশোধের গন্ধ রয়েছে। তার দাবি, মামলাটি ১৪ অগাস্টে শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়, মোট ৮৪ জন সাক্ষীর তালিকা থাকলেও মাত্র ৫৪ জনকে হাজির করা হয়। দুই মাসের মধ্যে প্রকৃতভাবে মাত্র ২০ দিন আদালত চলেছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত থাকার পরও তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে।
ভিডিওবার্তায় আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করবো।