চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫ | ৮:১৭ অপরাহ্ণ

বরিশাল নগরে গ্রেপ্তার এড়াতে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছেন ছাত্রদলের এক নেতা। এ সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) গভীর রাতে নগরের ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি মাসুম হাওলাদার নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চলতি বছর একটি মামলার আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করতে শুক্রবার রাত আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় গেলে আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট