চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নির্বাচনের আগেই গণভোট ও তিন উপদেষ্টার অপসারণ দাবি

নির্বাচনের আগেই গণভোট ও তিন উপদেষ্টার অপসারণ দাবি

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৫ | ৮:১১ অপরাহ্ণ

নির্বাচনের আগেই গণভোট ও তিন উপদেষ্টাকে অপসারণের দাবি জানিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্য দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন—সেটা পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন-এটা আমরা আশা করি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারে কমপক্ষে তিনজন উপদেষ্টা আছেন, যারা উনাকে মিসগাইড করছেন, আমরা তাদের অপসারণ দাবি করছি। আপনারা হয়তো প্রশ্ন করবেন তাদের নাম বলতে। আমরা আজকেও নাম বলতে চাই না। তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম প্রেরণ করবো। যারা এসব ষড়যন্ত্রের পেছনে প্রধান হোতা হিসেবে কাজ করছেন এবং উনাকে মিসগাইড করছেন। এটা উনার যে ব্যক্তি ইমেজ আছে সেটা রক্ষার জন্য এবং সুষ্ঠু নির্বাচন, যেটা অপরিহার্য। যদি তারপরও কোনো পরিবর্তন না আসে, তাহলে প্রকাশ্যে আমরা নাম জানিয়ে দেব কিনা—সে ব্যাপারে বিবেচনা করবো।

জামায়াতে নায়েবে আমীর বলেন, জাতির সামনে উপদেষ্টাদের সম্মানকে প্রশ্নবিদ্ধ না করার জন্য প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা পেশ করবো।

আর প্রশাসনে যে সমস্ত পরিবর্তন হচ্ছে, যেখানে নিরপেক্ষ বিশেষ করে সৎ ও জবাবদিহির আওতায় থাকতে পারে এমন মনোভাবের লোকদেরকেই নিয়োগ করতে হবে। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য চেষ্টা করতে হবে। আজ আমরা এ সমস্ত দাবি জানাচ্ছি।

আগামী ১৬ তারিখে আমাদের ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক আছে, সেখানে সার্বিক করণীয় কী হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে-উল্লেখ করেন তিনি।

 

পূর্বকোণ/পারভেজ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট