চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

থেমে থাকা স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক দগ্ধ

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২৫ | ১০:৫৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দুর্বৃত্তদের আগুনে তাবেজ খান (৪৫) নামে এক বাসচালক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী।

তিনি জানান, ভোরে উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। তাবেজ মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

সুমন বলেন, ‘তাবেজ দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসচালক। প্রতি রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বাসটি পার্কিং করে রাখা হয়। এদিন চালক বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তাবেজ খান দগ্ধ হন।’

‘বাসচালককে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়,’ বলেন তিনি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট