চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত, সিদ্ধান্ত হয়নি কর্মবিরতি প্রত্যাহারের

শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত, সিদ্ধান্ত হয়নি কর্মবিরতি প্রত্যাহারের

অনলাইন ডেস্ক

১০ নভেম্বর, ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ

১১তম গ্রেড বাস্তবায়নে সরকারের আশ্বাস এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলা কর্মবিরতির বিষয়ে শিক্ষক নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

 

সোমবার (১১ নভেম্বর) রাত সোয়া নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি স্থগিত হবে নাকি অব্যাহত থাকবে সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি শিক্ষক নেতারা।

 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ সংবাদ মাধ্যমকে বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে কর্মবিরতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে, আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।”

 

এর আগে সন্ধ্যায় সচিবালয়ে অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদল।

 

সচিবালয়ে বৈঠকের পর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং কর্মসূচি স্থগিতের বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষকরা আপত্তি জানান।

 

এরপর শিক্ষক নেতারা আলোচনায় বসেন পরবর্তী করণীয় নিয়ে। কর্মবিরতি চলবে কিনা তা নিয়ে শিক্ষক নেতাদের আলোচনা চলাকালে রাত সোয়া ৯টার দিকে মো. শামছুদ্দিন মাসুদ শহীদ মিনারে কর্মসূচি স্থগিতের কথা জানান। তবে কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীত করার বিষয়ে অর্থ বিভাগের সচিব বলেছেন, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১১তম করার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবটি জাতীয় বেতন কমিশনে পাঠানো হয়েছে। যা বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। কমিশনের সুপারিশ পাওয়ার পর অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।”

 

শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা প্রসঙ্গে অর্থ বিভাগের সচিব জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাব করলে অর্থ বিভাগ বিষয়টি পর্যালোচনা করবে।  এছাড়াও শিক্ষকদের শতভাগ পদোন্নতির বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিমালার আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

 

এর পরিপ্রেক্ষিতে শিক্ষকেরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন বলেও মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

প্রসঙ্গত, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার দুপুরে শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শিক্ষকরা কলম বিসর্জন কর্মসূচি পালনকালে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড হামলার শিকার হন। আহত হন ১০৯ জন শিক্ষক। পুলিশ আটক করে পাঁচজন শিক্ষককে। ওইদিন রাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে প্রতিবাদ জানান শিক্ষকরা। পুলিশি নির্যাতন ও শিক্ষক আটকের ঘটনায় রবিবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

 

রবিবার থেকে সারা দেশের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতির পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিবাদও শুরু হয়। সেদিন শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা। এর পরপরই আটক শিক্ষকদের ছেড়ে দেয় শাহবাগ থানা পুলিশ।

 

দাবি নিয়ে রবিবার রাতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় দাবি মানার আশ্বাস দিলেও অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শিক্ষক নেতারা।

 

শিক্ষকদের তিন দফা দাবি হলো-

সহকারী শিক্ষকদের বর্তমান বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা;

শিক্ষকদের ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান; এবং

সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট