চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে পিটিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১ অক্টোবর) রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কয়েকজন চোর একটি বাড়ি থেকে গরু চুরি করার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চোরদেরকে ধরে ফেলে এবং চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের মারধর শুরু করে। একপর্যায়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

‎‎গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনা অনুসন্ধানে তদন্ত চলছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট