চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বছরের ব্যবধানে জ্বালানি তেল বিক্রি বেড়েছে ৭৪ হাজার টন
ফাইল ছবি

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন

বছরের ব্যবধানে জ্বালানি তেল বিক্রি বেড়েছে ৭৪ হাজার টন

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৫ | ২:৩৭ অপরাহ্ণ

২০২৪-২৫ অর্থবছরে ৬৮ লাখ ৩৫ হাজার ৩৪১ টন জ্বালানি তেল বিক্রি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বিপিসির নিয়ন্ত্রণাধীন ৬টি বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে এসব জ্বালানি তেল দেশীয় বাজারে বিক্রি করা হয়েছে। এরআগে ২০২৩-২৪ অর্থবছরে ৬৭ লাখ ৬১ হাজার ৩২০ টন জ্বালানি তেল বিক্রি করে বিপিসি। সে হিসাবে- এক বছরের ব্যবধানে জ্বালানি তেল বিক্রি বেড়েছে ৭৪ হাজার ২১ টন।

 

বিপিসি সূত্র জানায়- ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডিজেল। যার পরিমাণ ৪৩ লাখ ৫০ হাজার ৭৫ টন। দ্বিতীয় স্থানে থাকা ফার্নেস অয়েল বিক্রি হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮৮ টন। এরপর ৪ লাখ ৬২ হাজার ৪৭৫ টন পেট্রোল, ৪ লাখ ১৫ হাজার ৬৫৩ টন অকটেন, ৫ লাখ ৪৭ হাজার ৮০৪ টন জেট ফুয়েল, ৬৭ হাজার ৪৭৭ টন কেরোসিন।

 

এছাড়া ৫৭ হাজার ৯৯৫ টন বিটুমিন, ১৩ হাজার ২৯৬ টন লুব অয়েল, ৯ হাজার ৬২৬ টন মেরিন ফুয়েল, ১৯ হাজার ৪৭৯ টন এলপিজি, ৮ হাজার ৮৯৭ টন জেবিও, ১২৪ টন গ্রিজ, ২ হাজার ৬ টন এসবিপি, ২ হাজার ৬৫ টন এমটিটি এবং ২৮০ টন এলওডি বিক্রি হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে।

 

বিপিসির বিপণন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি তেল বিক্রি করেছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির বিক্রি করা তেলের পরিমাণ ২৬ লাখ ২৫ হাজার ৫১৮ টন। দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। প্রতিষ্ঠানটি বিক্রি করেছে ২৩ লাখ ৮৪ হাজার ৪ টন জ্বালানি তেল। ১৭ লাখ ১৬ হাজার ২৫ টন জ্বালানি তেল বিক্রি করে তৃতীয় অবস্থানে আছে আরেক বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

 

এছাড়া স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এক লাখ টন বিক্রি করলেও এলপি গ্যাস লিমিটেড ও ইস্টার্ন লুব্রিক্যান্টস বেøন্ডার্স পিএলসি নামমাত্র জ্বালানি তেল বিক্রি করেছে বলে বিপিসির বার্ষিক বিক্রির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

বিপিসির একজন কর্মকর্তা জানান- ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে রাজনৈতিক পালাবদল, নানা চ্যালেঞ্জের মধ্যেও দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রেখেছে বিপিসি। যে কারণে কোথাও জ্বালানি তেল বিপণনে কোনো সমস্যা হয়নি। বিক্রিও বেড়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট