চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে সরকার
ফাইল ছবি

আরও বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২৫ | ১:১৮ অপরাহ্ণ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা হিসেবে ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ এবং জুলাই থেকে ১৫ শতাংশ দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) শিক্ষা সচিব রেহানা পারভীন সংবাদকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে বেতন বাড়ানোর সম্মতি জানিয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে করে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে আরও ৭.৫ শতাংশ মিলে মোট ১৫ শতাংশ নির্ধারণ করা হয়। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট