
জোবায়েদ হত্যার পরিকল্পনাকারী তার প্রাইভেট পড়ুয়া ছাত্রী বর্ষা। এমনকি, সে প্রেমিক মাহিরকে বলে, ‘জোবায়েদকে না মারলে তুমি আমাকে আমাকে পাবা না।’
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মাহিরের সঙ্গে বর্ষার আগে প্রেমের সম্পর্ক ছিল। এরপর জোবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বর্ষা। এটা মাহির জানতো না। বর্ষা মাহির ও জোবায়দের সঙ্গে একইসঙ্গে প্রেমের সম্পর্ক রক্ষা করে গেছে। মাহির এটি যখন জানতে পারে তখন বর্ষা তাকে নিয়ে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে।
আলোচিত সেই মিন্নির ঘটনার মতো এই ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, ‘এই ঘটনা আলোচিত সেই মিন্নির ঘটনার মতো। এটি ত্রিভুজ প্রেমের ঘটনা। গত ২৬ সেপ্টেম্বরের পর মাহিরের সঙ্গে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা।’
বংশাল থানার এস আই সহযোগিতা করেছে এমন অভিযোগের প্রশ্নে তিনি বলেন, ‘এটা আমরাও গতকাল শুনেছি। আশা করি এটা হওয়ার সুযোগ নাই। তারপরও আমরা এ বিষয়ে তদন্ত করছি। তার বিরুদ্ধে এমন প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব।’
এ সময় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘জোবায়েদ যখন মারা যায় তখন বর্ষা ঘটনাস্থলে উপস্থিত ছিল। হত্যার ব্যাপারে বর্ষা আগেই কনফার্ম হইছে। পুরো হত্যাকাণ্ড বর্ষা পর্যবেক্ষণ করেছে।’
পূর্বকোণ/এএইচ