চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ফের পেছাল

ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ফের পেছাল

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান রহমানসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ এ আদেশ দেয়।

 

এ মামলায় গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১৬ জনকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, শাজাহান খান, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিম, সাবেক সচিব মো. জাহাংগীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। গ্রেপ্তার অপর আসামি ফারুক খান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ১৭ জনসহ এ মামলার আসামি মোট ৪৫ জন।

 

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট